আমাদের কথা খুঁজে নিন

   

সামুর কাছে গুটি কয়েক মামা বাড়ির আবদার

মেহেদী হাসান খান জোরালো আবদার ১) সামুতে একটা চিটিং থুক্কু চাটিং অপশন চাই। যাতে আমরা ব্লগাররা নিজেদের মাঝে একটু বাকচিত করবার পারি। ২) সামুতে নোটিফিকেশন অপশন টা চাই। যাতে সহজে জানবার পারি কেডা কখন আমার লেখা পইড়া পিলাচ দিছে , লেখক আমার প্রশ্নের জবাব দিছে কিনা কিংবা আমি যে তারে পিলাচ দিছিলাম এইটার জন্য সে আমারে ধইন্যা কইছে কিনা... ৩) সামুর সার্ভার এত সুলু যে ঢুকতে বাহির হইতেই সব সময় চইলা যায়। নিজের পোস্ট ও ভাল কইরা একটু দেখবার পারি না।

পোস্ট বুতামে ৩বার চাপ দিলে একবার পোস্ট হয়। তাই একখান চালু জ্যাম মুক্ত সার্ভার চাই। রসালো আবদার ৪) প্রতি মাসে সবচেয়ে বেশি পোস্ট বা পিলাচ কিংবা বেশি সময় ধরে সামু তে অবস্থানকারী ব্লগার কে সামুস্থানিক ভাবে স্বীকৃতি দিয়া হোক। টাকা পয়সা নাই বা দিলেন অন্তত নোটিশ বোর্ডে ছবিটা অন্তত ঝুলাই দিয়ে নিচে এইভাবে ক্যাপশন দিবার পারেনঃ ভাদ্র মাসের সেরা ব্লগার। ৫) আমরা ব্লগাররা ঘরের খাইয়া বনের মোষ তাড়াই, মোষের গুতাও খাই আবার ঘরে ফিরা বাপের লাঠির বাড়ি ও খাই।

আমাগো তো একটু স্বাদ আহ্লাদ আছে, এই যে এত বেগার খাটি এর জন্য মাসে না হইল বছরে একবার তো অন্তত আমাগো দাওয়াত দিয়া ভাল কিছু ( চাইনিজ/ হাজির বিরিয়ানি) খাওয়ানো যায়। অন্তত একটা ইফতারের দাওয়াত ও তো দিবার পারেন? এই ছিল আপাতত আমার গুতিকয়েক মামা বাড়ির আবদার। ব্লগার ভাই বোনেরা আপনাদের আর কোন দাবী দাওয়া থাকলে মন্তব্য অপশনে লিখুন... পুরন নাই বা হইল আবদার করতে দোষ কি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.