আমাদের কথা খুঁজে নিন

   

টিপাই মূখ বাধঁ ও সরকারের নীরবতা - মরুভূমির পথে বাংলাদেশ। (রি-পোষ্ট)

ইশাতের দুনিয়ায় আপনাকে স্বাগতম লেখা টি পড়ার আগে সবার কাছে অনুরোধ এই পেজটিতে লাইকান। বাংলাদেশের মধ্য দিয়ে গঙ্গা (পদ্মা), ব্রহ্মপুত্র ও মেঘনা (বরাক) এই বড় এবং প্রধান ৩টি নদ-নদীসহ ৫৪টি ছোট-মাঝারি নদী ভারত থেকে এবং বার্মা থেকে ৩টি নদী সহ মোট ৫৭টি আন্তর্জাতিক নদী বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত রয়েছে। এই ৫৪টি নদীর মধ্যে ৪৮টি নদীর পানি প্রবাহকে ভারত সীমান্ত থাকার সুবিধা নিয়ে একতরফাভাবে নানা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করছে। যেমন গঙ্গা নদী, এর উৎপত্তি হিমালয়ের দক্ষিণ ঢালে ২৩ হাজার ফুট উচ্চতায় গঙ্গোত্রী হিমবাহ থেকে। দক্ষিণ পূর্বে ও পূর্ব দিকে প্রায় ১ হাজার মাইল অতিক্রম করে এই নদী পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এই দীর্ঘ পথে ভারত উত্তর প্রদেশ, বিহার ইত্যাদি স্থানে অসংখ্য বাঁধ ও সংযোগ খাল করে সেচের জন্য পানি সরিয়ে নেয়ায় পশ্চিমবঙ্গে ভাগিরথী-হুগলী নদীর পানি প্রবাহ কমে আসে। এটা পূরণ করে কলকাতা বন্দরের নাব্যতা বাড়ানো ও সেচের জল যোগান দেয়ার জন্য বাংলাদেশ সীমানার ১১ মাইল উজানে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে ফারাক্কা বাঁধ দেয়া হয়। ১৯৫১ সালে ভারত এ পরিকল্পনা করে এবং ১৯৬১ সালে বাঁধের কাজ শুরু হয় এবং ১৯৭৪ সালে তা শেষ হয়। পরীক্ষামূলকভাবে বাঁধ চালুর কথা বলে তারা স্থায়ীভাবে চালু করে দেয়। যার ফলে বাংলাদেশের ৩৭ ভাগ অঞ্চল ও ৩ কোটি মানুষ চরম ক্ষতির শিকার হয়েছে।

মেঘনার (সুরমা ও কুশিয়ারা) উৎসমুখ বরাক নদীতে বাঁধ দিয়ে সুরমা-কুশিয়ারা-মেঘনার ওপর নামিয়ে আনা হচ্ছে নতুন আক্রমণ (সংগ্রহীত)। বাংলাদেশের জনগণ অনেক আন্দোলন ও মিছিল/বিক্ষোভ করেও কোন কাজ হচ্ছে না। কাটার উপর লবন ছিটার মত টিপাই মূখের কাজ ধরল যখন বাংলাদেশের ক্ষমতায় আসীন ভারতীয় এজেন্ট। আমরা জণগণ গলা ফাটিয়ে বলছি টিপাইমূখে বাধঁ বন্ধ করা হোক, হচ্ছে অনেক লেখালেখি.... এই সুযোগে বিরোধী দল হরতাল ডাকে, ওদিকে সরকার মোটা গদিতে বসে আওয়াজ ছাড়ে টিপাইমূখ প্রকল্পে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হবে। যদি টিপাই মূখ বাধঁ নির্মাণই হয়ে যায় তো বাংলাদেশের স্বার্থ থাকলোটা কই ??? আমরা একটি নির্যাতনের শিকার যার নাম ফারাক্কা.... এই ধরণের আরেকটি বিষয় যদি বাঙ্গালীদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে বাংলাদেশের ভবিষ্যত কোথায় গিয়ে দাড়াবে?? যতবার এজেন্টরা ক্ষমতায় আসবে একটি একটি করে বাঁধ পড়বে।

শুষ্ক মৌসূমে খাবার পানি থাকবেনা বর্ষায় নৌকায় থাকতে হবে। একোন অবিচার? আশাকরি বাংলাদেশ সরকার কখনোই এই ধরণের সিদ্ধান্ত নিবে না। চলুন আমরা এক নজর দেখে নিই আমাদের প্রিয় সামুতে টিপাইমূখ বাঁধ নিয়ে অন্যান্য ব্লগারদের বাছায়কৃত কিছু লেখা। টিপাই মুখে বাঁধ: কালের কাছে এক বাঙালির স্বীকারোক্তি- বিবর্তনবাদী টিপাইমুখ বাঁধ নিয়ে বরাকবাসীর ভাবনা - শামস শামীম টিপাই মুখ বাঁধ ও বাংলাদেশ- রকি স্বপ্নচারী। টিপাই মুখ বাঁধ ও ই-মেইলের প্রতিবাদ- লেখাজোকা শামীম প্রসঙ্গ : টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের নিষ্ক্রিয়তা - ভিন্ন চিন্তা টিপাই মুখে বাঁধ নির্মাণ বন্ধ কর।

সুরমা-কুশিয়ারা মেঘনা রক্ষা কর। বাংলাদেশকে মরুভূমি বানানোর পন্থা রুখে দাঁড়ও - ভিন্ন চিন্তা ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অন্তযাত্রা টিপাইমুখী বাধ এবং জাফর ইকবাল মিথ- শেহাব। টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ- দিনমজুর ''দেশ মরুভূমি হয়ে যাক তবুও দাদারা খুশি থাক'' উৎসর্গ ব্লগার শুভ৭৭ - ডিজিটাল দুষ্টু ছেলে। টিপাই মুখ - মরমী কবি। দেশের স্বার্থ বিবেচনা করে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে- সৈয়দ আশরাফ - উদার আকাশ।

আমার মেঘনা...... - নাজনীন১ ফারাক্কা থেকে টিপাইমুখ বাঁধ- নিরপেক্ষ চিন্তা। প্রসঙ্গঃ টিপাইমুখি বাঁধ ও আমাদের লাভক্ষতি- আলী হায়দার। টিপাইমুখ বাঁধ প্রতিরোধে ভারতীয় পণ্য বর্জনের কার্যকারীতা- কাঙ্গাল মুরশিদ। টিপে টিপে টিপাই মুখ ! একটি চ্যালেঞ্জের নাম - হামীম। যদি আরো ভাল লেখা থাকে দয়া করে শেয়ার করুন।

কারণ এটি একটি আমাদের জাতীয় স্বার্থ। এ বিষয়ে আমাদের আন্দোলন গড়ে তোলা করা একান্ত প্রয়োজন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।