সবুজ লালের চেতনায়.. গাংনীতে খালেদা জিয়ার রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত ১২
মেহেরপুরের গাংনী উপজেলায় খালেদা জিয়ার রোডমার্চের গাড়ি বহরে হামলা চালিয়ে তিনটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের দুই কর্মী এবং বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রলীগ কর্মী সাগরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর কর্মী মামুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপির গাংনী আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন দাবি করেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা শহর থেকে গাড়ি বহর নিয়ে নেতা-কর্মীরা যাচ্ছিলো। শহরের বাসস্ট্যান্ডের কাছে গাংনী পৌর মেয়র আহমেদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগের কর্মীরা হামলা চালায়। এসময় দুটি বাস ও একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। এছাড়া তারা বিএনপির গাংনী পৌর অফিসও ভাংচুর করে।
মেহেরপুর পুলিশ সুপার সরদার রফিকুল আলম, এএসপি সার্কেল শাহেদ আকবসহ র্যাব-৬ এর সদস্যরা গাংনী শহরে টহল দিচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।