মেহেরপুর-২(গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হেসেনের নির্বাচনী অফিস অাগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
তবে কারা বা কি কারনে আগুন লাগিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি মকবুল হোসেনের সমর্থকরা।
জানা গেছে, বুধবার রাতে নির্বাচনী প্রচারণা শেষ করে নেতাকর্মী ও সমর্থকরা বাড়ি ফিরে যায়। মধ্য রাতে তারা জানতে পারে কে বা কারা তাদের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। আগুনে অফিসের সামিয়ানাসহ বেশ কিছু জিনিস পুড়ে গেছে।
তেতুবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানান, রাতে তারা প্রচার কার্যক্রম শেষে বাড়ি ফিরে যান। রাত আনুমানিক ২টার দিকে তিনি অফিসে আগুন লাগার খবর পান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।