মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল, শাহারবাটি, নওপাড়া, বাঁশবাড়িয়া কলোনীপাড়া ও মাইলমারী ধলা গ্রামে আকর্ষ্মিক বজ্রাপাতে এক কৃষক নিহত হয়েছে। আত হয়েছে মহিলাসহ ৬ জন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেলক্সে ভর্তি করা হয়েছে।
আজ দুপুর সোয়া ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, খাসমহল গ্রামের লালমোহাম্মদ (৪০) ও তার সঙ্গীরা মাঠে কাজ করার সময় হঠাত্ বজ্রপাত ঘটলে সাথে সাথে তার মৃত্যু হয়। অপরদিকে নিজ বাড়িতে কাজ করার সময় শাহারবাটি গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী শিল্পী (৩২), একই গ্রামের আবুল হাসানের স্ত্রী মর্জিনা(২৬), মাইলমারী ধলা গ্রামের গৃহবধু শারমিনা(৩২) এবং মাঠে কাজ করার সময় মাইলমারী ধলা গ্রামের হাফিজুলের ছেলে হাসিদুল (২৫), বাঁশবাড়িয়া কলোনীপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে নাজমুল(৩২) এবং নওপাড়া গ্রামের সাবদেল হোসেনের ছেলে বাবলু (৩০) বজ্রাপাতে আহত হন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, আহতরা এখন শংকামুক্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।