আমাদের কথা খুঁজে নিন

   

গাংনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় স্যালোইঞ্জিন চালিত আলগমন গাড়ি উল্টে আলিমুল ইসলাম (২২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আজ রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আলিমুল উপজেলার বাওট গ্রামের ফজলুল করীমের ছেলে।

আহতরা হলেন- বাওট গ্রামের বাসিন্দা সাহাবুল ইসলামের ছেলে শামিম রেজা (১৭), নিহত আলিমুলের বড় ভাই আসাদুজ্জামান (২৬), মটমুড়া গ্রামের কাপড় ব্যবসায়ী ফরিদ হোসেন (২৮) ও হবিবুর রহমান (২৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাতে মেহেরপুর বাজার থেকে আলগামনে করে আলিমুল ও কয়েকজন কাপড় ব্যবসায়ী বাওট গ্রামের দিকে যাচ্ছিলেন।

এ সময় পশ্চিম মালশাদহ এলাকায় অপর একটি আলগামনকে ধাক্কা দিয়ে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলিমুল মারা যান। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.