আমাদের কথা খুঁজে নিন

   

গাংনীতে আওয়ামীলীগের দু' গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে স্থানীয় আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের  ১২ জন আহত হয়েছে। আহতদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তারা জানান, আহতদের অবস্থা আশংকা জনক। সংঘর্ষের সময় ৭টি বোমার বিষ্ফোরণ ঘটেছে।

আহতরা হলেন সফি গ্রুপের-আবুতাহের (৩৫), সাইদুল (২৫), ছামেদ (৪৫), সুজন (১৬), ছানোয়ার (২৫), এখলাস (৩০), জলিল (৪৫)।

হান্নান গ্রুপের রমজান আলী (৩৫),রুস্তম (২৫) , মনিরুল (৩০), সাজেদুল (২৮), বাবলুর রহমান (৫০)।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ সকালে আফাজের ছেলে রমজান আলীকে (৩৫) রাস্তায় আকষ্মিকভাবে সফি গ্রুপের তাহের (৩৫) ও মহাসেন (৩৫) রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় রমজানের চিৎকারে হান্নান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময়  শফি ও তার পক্ষের আব্দুর রাজ্জাক এবং শরিফুল ইসলামের বাড়িঘর ভাংচুর এবং লুটপাট করে প্রতিপক্ষ। এসময় শফি উদ্দীনের মোটর সাইকেল পুড়িয়ে দেয় তারা।

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ৭টি বোমার বিষ্ফোরণ ঘটে। সংঘর্ষে শফি পক্ষের ৪ জন এবং হান্নান পক্ষের ১০ জন আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সামসুল আলম জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।   



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.