শনিবার রাতে এ হামলায় নিহত লাভলু হোসেন (৪০) জোড়পুকুরিয়া গ্রাম যুবদলের সভাপতি।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, রাত সাড়ে দশটার দিকে জোড়পুকুরিয়া বাজারে অজ্ঞাত পরিচয় কয়েকজন সন্ত্রাসী লাভলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার একঘণ্টা পর তার মৃত্যু হয়।
লাভলুর স্ত্রী আদরী খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে কয়েকদিন ধরে গ্রামের কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই খুন করেছে।
তবে, তিনি তাদের নাম বলেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।