মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরীয়া গ্রামের চোখতোলা মাঠপাড়া এলাকায় ৪ বাড়িতে গণডাকাতি সংঘটিত হয়েছে। গতরাত সাড়ে ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত প্রায় ২ ঘন্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা অস্ত্রের মুখে ওইসব বাড়িগুলোর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, খাদ্যদ্রব্য, স্বর্ণালংকার ও কয়েকটি পশু লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, ১০/১২ জন সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে বাড়িতে ঢুকে গৃহকর্তাদের নাম ধরে ডেকে দরজা খুলতে বলে। গৃহকর্তারা তাদের ঘরের দরজা না খোলায় ডাকাতরা বাইরে থেকে ঘরের দরজা, জানালা রামদা দিয়ে কুপিয়ে ভেঙ্গে ঘরের মধ্যে ঢোকে। এরপর শুরু করে মারপিট ও ডাকাতি।
ডাকাতরা একে একে সামসুল হক, আবুল কালাম ও কিতাব আলীর বাড়িতে ডাকাতি করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।