পুরনো আমিটাই ভাল ছিলাম... রোজ রাতে ভোর প্রাতে অমূলক ভাবনারা জেগে থাকে একা বসে এলোমেলো গুনে দেখা নিত্য ধকল কতজন এলোগেলো অবিরত চিনে রাখে কেবা কাকে! গভীরতা অনুভবে বন্ধুতা পুষে রাখা অধীর কাঁপন একাদিন বাড়ে ঋণ আবেগিতা রুদ্ধ প্রবল ব্যথাচিন দেখাহীন বেঁচে থাকা আছে তাই অবাক স্বপন! তুমি আমি আমি তুমি এইতো জীবন এ সময়যাপন একা হাঁটা জমাকথা পথে দেখা বন্ধু সকল খেয়ালিতা চেনাব্যথা বুঝে ওঠা কেবা পর কেবা আপন! অপলক চেয়ে থাকা পৃথিবীর সুন্দরে বৃথামায়া একা এসে একা হওয়া দেহ যত ন্যুব্জ সবল কিবা দেয়া কিবা চাওয়া কেঁদে আসা কাঁদাতেই চলে যাওয়া! ১.০.১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।