আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্সারদের জন্য সতর্কবানী

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! কদিন ধরে দেখছিলাম একটি প্রতিষ্ঠান ইন্টারনেটে বিপুল টাকা পয়সা আয়ের সুযোগ দেওয়ার নাম করে রেজিস্ট্রেশন ফি আদায়ের একটা ব্যাপার করেছে। সময় পাচ্ছিলাম না বলে খোঁজও নিতে পারি নাই। এ বিষয়ে জাবেদ মোর্শেদ একটি চমৎকার বিশ্লেষণী লেখা লিখেছে। এটা সবার দেখা দরকার।

সেখান থেকে - "যেহেতু গত ৬ বছর ধরে আমি ফ্রিলানসিং নিয়ে কাজ করছি তাই অনেকে আমাকে Dolancer.com প্রশ্ন করেছে । কিন্তু সাইটটি সম্পর্কে তেমন কিছু না জানাতে সবাইকে বলেছি আমি কিছু জানি না । ফ্রিলানসিং নিয়ে আমরা যে গুগল গুপ চালাই সেখানে জানতে পারলাম Dolancer.com বাংলাদেশ থেকেই অপারেট হয় । সবসময় আন্তার্জাতিক মার্কেট প্লেসে কাজ করে এসেছি নিজ দেশের একটা মার্কেট প্লেস আছে শুনে বেশ ভালো লাগলো । সেখান থেকে একটা কৌতুহলও তৈরি হলো সাইটি সম্পর্কে জানার ।

প্রথমে সাইটটি দেখেই খটলা লাগলো এর লুক এন্ড ফিল দেখেই । আমার সন্দেহ আরো গারো হলো যখন দেখলাম 42623 freelance professionals $652014.73 user earnings 0 projects completed 8 projects available যা কিনা যেকোন ফ্রিলান্সিং মার্কট প্লেসের সাথে তীব্র ভাবে বেমানান । তা যাই হোক ৪২ হাজার কর্মী ৬ লক্ষ ডলারের কাজ করেছে দেখে ভালো লাগলো । তাই তাদের টপ ইমপ্লায় আর টপ ওযার্কারের লিস্ট দেখার সাধ হলো । যা দেখলাম তা কেবল তা দেখো তো আমি হতবাক, লিস্টতো পুরোই ফাকা ।

পাঠক আপনিই দেখুন Click This Link এছাড়া টেকনোবিডির এমডি আমাকে আসমিনা আসমার আরো একটা লিংক পাঠিয়েছে যা এদের সম্পর্কে সতর্ক হওয়ার ব্যাপারে সবাইকে জানাতে পারবে। টাকা কামানোর কোন সহজ বুদ্ধি নাই। মনে রাখতে হবে যারা দ্রুত এবং কষ্ট না করে টাকা কামাতে চায় তাদেরকে জীবনে অনেক মূল্য দিতে হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.