আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা ভার্সিটির ডেটিং স্পট সমূহ...।( ফাস্ট ইয়ার এর পোলাপাইনদের জন্য, বড়দের হুদাই টাইম নষ্ট করে পড়ার দরকার নাই!)

সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! ঢাকা ভার্সিটির বিভিন্ন ইউনিট এ বছর যারা চান্স পাইছো , সবাইকে অভিনন্দন । বাংলাদেশের সব থেকে প্রাণচাঞ্চল্যময় ক্যাম্পাস হল এইটা । যারা ফার্স্ট ইয়ার এ ভর্তি হইছ , তাদের অনেকেই হইতো পুরা ক্যাম্পাস সম্পর্কে জানো না। অনেকেই পড়া শুনার পাশাপাশি পার্ট টাইম জব হিসাবে প্রেম শুরু করে দিবা! আজকে তাই আমি তোমাদের সুবিধার জন্য ঢাকা ভার্সিটির কিছু ডেটিং স্পট এর কথা বলার চেষ্টা করবো...... # টি এস সি টি এস সি এর ভিতর মাঠে এবং ক্যাফে তে তুমি bf/gf নিয়া বসতে পারো । আর গভীর প্রেম এর ইচ্ছা থাকলে swimming Pool and auditorium এর চিপা তে যাবা।

আর দেখবা প্রায় সময়ই এখানে বিভিন্ন সিনেমা দেখানো হয় , মাত্র ২০-৩০ টাকা লাগে। যেহেতু ফার্স্ট ইয়ার এ টিউসনী পাবা না, তাই ২০০-৩০০ টাকা দিয়া বলাকা –বসুন্ধরা cineplex এ না গেলেই ভালা! টি এসসি এর পাশে ডাস এর আশে পাশে বসতে পারো। কিন্তু অনেক লোকের ভীড় থাকে এখানে। ভাল মতো কথা বলা যায় না। তোমার প্রেম propose type position এ থাকলে , এখানে বসতে পারো, gf/bf hesitate feel করবে না আর কি! এছাড়া রোকেয়া ও সামসুন্নাহার হল এর পাশে ফুটপাথে বসতে পারো।

এক টাই সমস্যা , আশে পাশ দিয়া যত মানুষ যাবে, সবাই হা করে তাকাই থাকবে। ধরা পরার probability 90percent! # কলাভবনঃ কলা ভবন এ আছে সেন্টাল লাইবেরী , এখানে বসতে পারো। এর পাশে হাকিম চত্বর এ টং দোকান গুলা তে বসতে পারো, আর আছে “আপরাজেয় বাংলা” এর পাশে বট তলা । এখান থেকে একটু দূর এ ইন্টারন্যাশনাল হল এ ফুট পাথে বসতে পারো। পাশেই রেজিস্টার বিল্ডিং , cinet ভবন , IER রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে গল্প করতে পারো।

আর একটু সামনে আগালে ভিসি এর বাসা, ফুলার রোড টা খুবই সুন্দর, কিন্তু কিছু ক্ষণ পর পর দেখবা বিকট শব্দে বাইক- দামি গাড়ি নিয়া রেসিং রেসিং খেলতেছে- খুবই মেজাজ গরম লাগে। # কার্জন হলঃ কার্জন হল এর সব থাকে ভাল ডেটিং স্পট হল , physics department এর করিডোর । (অফ টপিকঃ airtel এর বন্ধু সিরিজ এর অ্যাড গুলার শুটিং কিন্তু এই খানে করছে!) এর আশে পাশে ঘাসে ঢাকা সুন্দর লন, বসে পরতে পারো প্রিয় মানুষ টার সাথে! এছাড়া chemistry এর চিপা, বিজ্ঞান কারখানার সিঁড়ি , শহিদুল্লাহ হল এর পুকুর পাড় ...............। আর science library এর পিছনে করিডোর নিরিবিলি প্রেম করার ভাল স্থান। এর বিপরীত দিকে কেন্দ্রীয় খেলার মাঠের গ্যালারি প্রায় টাইম ফাকাই থাকে, বসতে পারো।

কিন্তু তুমি যদি কার্জন এর ছাত্র হইয়া থাকো , ভুলেও কার্জন এ যাবা না, স্যার রা দেখলে বিব্রতকর অবস্থায় পরবা! একই কথা, কলা আর চারু কলার জন্য ও প্রযোজ্যও! #চারুকলাঃ চারুকলার ভিতর টা খুবই সুন্দর। এখানে আরাম করে বসে গল্প করতে পারবা। বিপরীত পাশের “ছবির হাট” এ বসতে পারো । কিন্তু সন্ধ্যার পর গঞ্জিকাসেবিদের আসর বসে, জায়গা টা তাই নোংরা। একটু সামনে আগায় গেলে পাবলিক লাইব্রেরির সিঁড়ি এবং অডিটোরিয়াম এর সিঁড়ি তে বসতে পারো।

খাওয়া দাওয়া কই করবাঃ অল্প টাকা পয়সায় খাইতে পারো এই তিন জায়গায় ... জন প্রতি খরচ ২০ টাকা । ১। টি এস সি ক্যাফেটেরিয়া ২। কলাভবন ক্যাফে ৩। science ক্যাফে মাঝারি মানের টাকা থাকলে, হাকিম চত্বরে টং দোকানে খাইতে পারো, জন প্রতি খরচ ৪০-৫০ টাকা।

আর একটু বেশি থাকলে, চইলা যাবা নীলক্ষেত ,তেহারি খাবা, খরচ ৬০-৭০ টাকা। পকেট গরম থাকলে, পাশেই আছে পুরান ঢাকা - হাজী, নান্না, মামুন বিরিয়ানি...। । খরচ ৯০-১৫০ টাকা! শেষ কথাঃ যাই করো, পড়া শুনাটা ঠিক মতো কইরো,... ভালবাসা এবং ভালবাসা , তোমাদের জন্য...। ।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.