দীর্ঘশ্বাসে ক্যানভাসে..... -প্রান্তিক জসীম তোমার চঞ্চু পাখির শরীরের মত অস্থিরতায় দুলছে, আনন্দে গান গাইছে সুরের মূর্ছনা তুলছে নিশ্বাসে-নিশ্বাসে চোখ থেকে সামুদ্রিক ঢেউয়ের মত আছড়ে পড়ছে উলঙ্গ আগুন যেন পলকে-পলকে ছড়াচ্ছে ভালবাসার ফাগুন! এবার নিশ্চয়ই তুমি সীমানা অতিক্রম করবে মোহের ফেনিল আবর্ত খুঁড়ে আনবে পবিত্র আতঙ্ক। তারপর, পর্যায়ক্রমে তুমি বাতাসের ত্বকে হাঁটতে-হাঁটতে এগুবে অসাড় গোধূলিবেলার দিকে যেখানে আমার ছায়া স্থির হয়ে আছে উপদ্রুত সময়ের ভাঁজে। আমি তখন খুব অস্পষ্ট; ধূসর ভাববে, আমি না কি অন্য কেউ মৃত না কি জীবিত; এই যে হেঁটেছি কতটা পথ, কতটা... অনিশ্চিত দিনের সিঁড়ি বেয়ে -বেয়ে ঘুম কিংবা বিস্মৃতিতে। তারপরও দ্যাখো, কতটা দূরত্ব অমোছনীয় বেদনা কত... কী এমন রহস্য যা ভেদ করা হয়নি যা জানা হয়নি আমাদের কোনোদিন ? কেননা, এখন আমার শরীর রহস্যভেদীর দখলে যাচ্ছে কেননা, এখন আমার শরীর অতিক্রম করছে সূর্য কেননা, এখন আমার শরীর থেকে সব আকাঙ্খা নির্বাসিত হচ্ছে কেননা, এখন আমরা আর শরীরের অধিন নই। তারচেয়ে এসো, দীর্ঘশ্বাসের ধুসর ক্যানভাসে আঁকি কান্না আর আনন্দের বিমূর্ত ছবি !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।