আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘশ্বাসে অবগাহন

আকাশের যতো ভাবনা আছে আমি ভাবতে পারি না, আকাশ যতো উদার আমি ততো উদার হতে পারি না, আমি প্রকৃতির মতো সচ্ছ্ব হতে পারি না, আমার ভাবনাগুলো গুলিয়ে থাকে আকাশের উড়ো উড়ো মেঘের মতো, স্বপ্নগুলো ভাসতে থাকে সাগরের ফেনিয়ে উঠা ফেনার মতো, আর চিন্তাগুলো ছড়িয়ে থাকে নদীর তল দ হাতে অজস্র সূর্য আমার, একটা ও চাঁদ নেই, তোমার কাছে কত চেয়েছি আমি আমায় একটা চাঁদ দাও । তুমি দাওনি, দিয়েছ সমুদ্রভিসারী জলরাশি আর ভীষণ আনমনা বুদবুদে কিছু স্মৃতি । আমি ত্রস্তপায়ে হেঁটে যাবো নিরন্তর । যেখানে দেখা পাবো তোমার পাবো সহিঞ্চু আকুল অন্তর । শুধু একবার-দুবার নয় বহুবার প্রতিক্ষায় ছিলাম । তুমি কিছুই বলনি, শেষে অক্লান্ত খুঁজে, পেয়েছি নৈঃশব্দ্যের উছলানোদহন । আর অদ্ভুত দীর্ঘশ্বাসে অবগাহন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।