প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব
দীর্ঘশ্বাসে ভারে হয়ে আসে বাতাস
উষ্ণ হয়ে আসে তোমার শ্বাস
ভালো না লাগার ঝড়োবাতাসে উড়ে আসে যন্ত্রণা
জীবনটা ব্যর্থই হয়ে গেলো হে আমার সুমনা
তবু ভালোবেসে ঘর বাঁধি কণ্ঠলগ্ণ হই
যদিও ভালোবেসে ফতুর আর ভগ্ন ভগ্ন হই
যদিও জন্মাই কালের মিছিলে তরতাজা সন্তান
যদিও তারা মাগি মদ গাঁজা করে পান
তবু মনে হয় দিলাম তো পৃথিবীর ভূমিতে কিছু
এরাই পৃথিবীতে জন্মাবে ধান পাট আলু আম লিচু
দুষ্ট হোক, চোর হোক, হোক ঘুষখোর আর বাদর
পৃথিবীর শূন্য মাঠ ভরাবার জন্য এদের তো থাকবেই কদর
আহা ! পাটের বীজের মতোন এখন নষ্ট মানুষের বীজ
বহুত কষ্টে আমি যে জমি নিলাম লীজ
তার ফলন হলো, চোর আর ঢুড্ডার গুড্ডা আর প্রতারকের
আহা ! এ গুলো আমাদের কোন জনমের জের।
দীর্ঘশ্বাসে ভারি হয় আসে বাতাস
দুষ্ট আর মন্দ মানুষের শ্বাসে ভরে গেছে আকাশ।
১২.০৬.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।