দ্বিধা-দ্বন্দের সমীকরণ !
এত ভালোবেসেছো, কোথায় যাই তোমায় ছেড়ে টুকটুকে লাল ফুল ?
যতই চাই, দুই চোখের মনি ফেটে, তোমার ভালোবাসা উপচে পড়ে,
উপচে পড়ে টলমল অশ্রুবিন্দু হয়ে । কিভাবে যাই আমি ? শোনো, তুমিতো
স্বপ্ন কিংবা কল্পনা নও, স্বপ্নাধিক সত্যি ভালোবাসা আমার । হৃদয়ের খুব
কাছে শাদা নীলমনি ফুল, ফুটেছো সমস্ত আবেগ মিশিয়ে । দীর্ঘশ্বাস ফেলে
কিভাবে বলি, দুটি পথ দুই দিকে বিস্তৃত এখানটায়, ফিরে আসাটাই
সবচে সংশয় ! এসো, বিদায়ী চুম্বন এঁকে যাই টুকটুকে লাল ঠোঁটে তোমার !
জেনো, এ জন্মটাই নয়, এমন অজস্র জন্মই উৎসর্গ করেছি তোমায় । তোমার
চোখের পাতা ছুঁয়ে, ঠোঁটের উঠোন ছুঁয়ে কী সাধ্য আমার আমন্ত্রনপত্র হই
বেদনার ! চোখে মেঘ জমিয়ে, মুখ মলিন করে কিভাবে জানাই, ভালোবাসার
জন্য পৃথিবী এখন যথার্থই অবরুদ্ধ ।
পুনর্বার বলি, এরচে যথার্থ জেনে নাও,
হে সৌন্দর্যের অভিধা, স্বপ্ন হৃদভুমির, নীলপদ্ম ভালোবাসার, অজস্র অজস্র জন্ম ধরে
আমিই তুমি, আমিই এ হৃদয়ে তুমি । কবে থেকে সেই একসাথে হেঁটে যাচ্ছি
তুষারময় পথে । বলো, বিদায়ী চুম্বন কিভাবে এঁকে যাই টুকটুকে লাল ঠোঁটে তোমার ?
কী চাও এরচে ? হৃদয়ের ভবঘুরেটাকেইতো ? নিয়ে নাও । ওর মালিকানাও
দিলাম । তোমাকেই দিলাম ।
হে সত্ত্ব বিশুদ্ধ শব্দশিল্পের, হে অভিধা সৌন্দর্যের
জেনে নাও, বলি জেনে নাও, ভালোবাসার বাসনা ছুঁয়ে, তোমার চুল, ওষ্ঠ, ত্বক,
গ্রীবার গুচ্ছ গুচ্ছ স্বপ্ন ছুঁয়ে এ হৃদয় তোমাতেই সঁপেছি । চাইলে তুমি, যাব শেষ
অব্দিও পৃথিবীর । এনে দেবো মৃণালের শীর্ষে পদ্ম কিংবা শতবর্ষী গোলাপ । গুচ্ছ
গুচ্ছ রঙিন স্বপ্ন গুজে দেবো খোঁপায় । এভাবে ভালোবেসে, শতাব্দীর পর শতাব্দী
স্বপ্নচূরোয় জ্বলজ্বল করলে ভালোবাসা আমাদের, হৃদয়জুড়ে নড়বোনা একতিলও !
শোন প্রিয়তমা, তুমি কেবল এই তিনটে বছর তুষার ঝড় ছাপিয়ে, ঝরাপাতাদের
দীর্ঘশ্বাস ছাপিয়ে জেগে থেকো, জেগে থেকো তুমি ।
দেখবে, অদূরের কোনো এক
মার্চেই স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য ভুলে, নিঃশ্বাস ও বিশ্বাসময় স্পন্দন হয়ে
ছড়িয়ে যাবে ভালোবাসা আমাদের । উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত । ছড়িয়ে যাবে সুখের
দ্বীপপুঞ্জ হয়ে । সেদিন তুমি আমি প্রেমে, পুস্পে, সঙ্গমে, আশ্লেষে মধুময় ভালোবাসা
হয়ে ছড়িয়ে যাবো । ছড়িয়ে যাবো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ।
সেদিন সমগ্র পৃথিবী
টেনে নেবো আমাদের পৃথিবীতে । ভালোবাসার নীলপদ্ম হয়ে তুমি কেবল এই তিনটে
বছর মননে মগজে অপেক্ষা জাগিয়ে রেখো, প্রিয়তমা, জাগিয়ে রেখো ভালোবাসা আমাদের ।
২৭ মার্চ ২০১৩
দুপুর, উত্তরা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।