একদিন আমাকে এক মহিলা তিনটে প্রশ্ন করেছিলেন। তিনি ইসলামে ঈমান আনতে চেয়েছিলেন। কিন্ত আমার উত্তর শুনে তিনি বললেন যে আমার ধর্ম ভাল না। আমি বললাম আমার উত্তর হয়ত ভুল। ইসলামের কথা শুনেই অনেকে যেখানে মুসলমান হয়েছে, সেখানে আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করুন, অন্ততঃ ভালো লাগার কথা।
হয়ত আমার কোন ভুল হয়েছে। হাতের কাছে কম্পিউটার থাকায় দেখলাম ইসলাম প্রচাররত ব্লগার ভাইদের সহায়তা গ্রহণ করি না কেন!
প্রশ্ন নং ১.
সক্রেটিস, গ্যাটে,
দ্য ভিঞ্চি, মোপাসা, টলস্টয়, সেক্সপীয়ার,
রবীন্দ্রনাথ ঠাকুর
এরা কেউ মুসলমান নন এবং মৃত্যুকালেও এরা ইসলাম গ্রহণ করেন নি। এরা বিশ্বের খ্যাতিমান ব্যক্তিবর্গ। এরা কি বেহেস্তে যেতে পারবে, নাকি সোজা দোজখে যাবে।
প্রশ্ন নং ২. অমুসলিম মাতার গর্ভে জন্মগ্রহণ করার পর পরই যেসব শিশু মৃতূ বরণ করছে, তারা কি বেহেস্তে যেতে পারবে?
প্রশ্ন নং ৩. বেহেস্তে যারা যাবে তাদের মধ্যে পুরুষরা জনপ্রতি ৪০ জন হুরপরী পাবে।
হুরপরীদের সাথে বেহেস্তী পুরুষরা কি যৌনকাজে লিপ্ত হতে পারবে? আর বেহেস্তী পুরুষের বেহেস্তী স্ত্রীরা কি কোন পুরুষ সঙ্গী পাবে? যদি না পায়, তখন তাদের স্বামীরা যখন হুরদের নিয়ে বেহেস্তের বাগানে শারাবান তহুরা নিয়ে আনন্দে মগ্ন থাকবে (যদি থাকার ব্যবস্থা থাকে) তাহলে, তাদের অনুভূতি কি হবে?
এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে, জানালে বাধিত হব। কোরান হাদিসের আলোকে সুত্র সহ উত্তর দিলে ভাল হয়। সর্বসাধারণের মন্তব্যেও বাঁধা নিষেধ নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।