আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দ আশরাফ কী পদত্যাগ করেছেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদত্যাগ করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। মঙ্গলবার দুপুরের পর থেকেই শোনা যাচ্ছে, পদত্যাগ করেছেন ওয়ান-ইলেভেনের সংগ্রামমুখর সময় থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের হাল ধরে থাকা এই নেতা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’এক দিনের মধ্যে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনাও চলছে ব্যাপক। তারা মনে করছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে একের পর এক পরাজয় ও এ নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে মতভেদ প্রবল রূপ নেওয়ায় সৈয়দ আশরাফ পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গত ক’মাস ধরে সাধারণ নেতাকর্মী তো বটেই, দলের শীর্ষ নেতারাও যে অনেক ক্ষেত্রে সৈয়দ আশরাফের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন তার দায়ও তাকে এমন সিদ্ধান্তের পথে ঠেলে দিয়েছে বলেও শোনা যাচ্ছে। তাছাড়া বেশ কিছু দিন ধরে মাঠে দেখা যাচ্ছে না বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফকে। তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে বলে আলোচনা মাঝেমধ্যেই মাথা চাড়া দিয়ে উঠছিলো। মঙ্গলবার তাই তার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ডালপালা বিস্তার করে দলীয় গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যেও। অনেকেই বাংলানিউজে ফোন করে বিষয়টির সত্যতা জানতে চান।

যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে সৈয়দ আশরাফের পদত্যাগের খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা এও মনে করিয়ে দিয়েছেন, এমন গুজব আগেও শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তার পদেই থেকেছেন সৈয়দ আশরাফ। এছাড়া দলের সভাপতির সঙ্গে আলোচনা না করে সৈয়দ আশরাফ পদত্যাগের সিদ্ধান্ত নেবেন এমন ভাবনা কষ্টকর কল্পনাই বটে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।

এ রকম কোনো কথা আমি শুনিই নি। ” যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ তো রীতিমতো এ খবর উড়িয়ে দিয়ে বলেন, “এ খবর ভিত্তিহীন। এ রকম কিছু ঘটেনি। ” সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী সেলিম খানও বলেন, “পদত্যাগের খবর সত্য নয়। তথ্যসূত্র  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.