লক্ষ্মীপুরের রামগঞ্জ ভাট্টা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তাছলিমা আক্তারের (১৩) শুক্রবারের বিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদ ও অভিভাবকদের মধ্যে দ্বিমুখী লড়াই চলছে। এ নিয়ে এলাকায় সর্বস্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র জানায়, ভাট্টা ইউপির হিরাপুর মাইজের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেনের ভাট্টা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তাছলিমা আক্তারের বিয়ে ফেনী জেলার এক প্রবাসী ছেলের সঙ্গে কয়েকদিন আগে পারিবারিকভাবে ঠিক হয়। এ সংবাদ জানতে পেরে স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল চকিদার পাঠিয়ে বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেন। এ সুযোগে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে এক শ্রেণীর লোক জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে দেয়ার নামে প্রবাসীর স্ত্রী শামছুন নাহারের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।