সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
সব মিলে ১৮.৫ ওভারে মাত্র ৫৮ রান করে অলআউট বাংলাদেশ! দেড় ঘণ্টায় বাংলাদেশের ইনিংস শেষ। জবাবে ৪০ মিনিটের মতো খেলে ১২.২ ওভারেই সেই রান করে ফেলল ওয়েস্ট ইন্ডিয়ানরা। বাংলাদেশ হেরে গেল ৯ উইকেটে। সব কিছু ঘটে গেল অত্যন্ত দ্রুততায়। রীতিমত ভোজবাজির মতো।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন রানের স্কোর হলো শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি নিজ মাটিতে এমন একটি পরাজয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুক্রবার মিরপুরে সেটাই ঘটে গেল। যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখেছিল সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই রের্কড গড়ে হেরেছে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের করা ৫৮ রান সর্বনিম্ন আর বিশ্বকাপ ইতিহাসে এটা চতুর্থ সর্বনিম্ন স্কোর।
এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ১০৮ রান। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭৪ রান। ২০০৮ সালে ওয়ানডে বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৭৪ রানে অল আউট হয়। তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৬২ রান। ২০০৩ সালে শ্রীলঙ্কার কাছে টেস্টে বাংলাদেশ ৬২ রানে অল আউট হয়।
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশই সর্বনিম্ন রানে আউট হবার রেকর্ড গড়লো শুক্রবার মিরপুর স্টেডিয়ামে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।