আমাদের কথা খুঁজে নিন

   

একজন পরাজিত প্রেমিকের রক্তের ব্যাথিত নীল আর্তনাদ

ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ !
একজন পরাজিত প্রেমিকের রক্তের ব্যথিত নীল আর্তনাদ কতটা যে নির্মম হতে পারে তা আমি কখনোই উপলব্ধি করতে পারতাম না, যদি আমি সেই পরাজিত প্রেমিক না হতাম !! অলিন্দ থেকে নিলয়,নিলয় থেকে ধমনী,ধমনী থেকে ফুসফুস,ফুসফুস থেকে একে একে ছড়িয়ে পড়েছে হৃদপিন্ড হয়ে সমস্ত দেহে , পরাজিত প্রেমিকের ব্যথিত নীল আত্মনাদী রক্ত!! কোন কিছুই বাদ রাখেনি সে, তন্ন তন্ন করে খুঁজেছে তার হারানো কোন এক অপরিনত অস্তিত্বকে, খুঁজেছে তার অপূর্নাঙ্গ প্রেমের অতীত যাতনাকে, বিপন্ন সেই মূহুর্ত্বকে,অকথ্য সেই কাহিনীকে,অব্যাক্ত সেই ভাষাকে বিকৃত সেই আবেগ,ধ্বংসাত্বক সেই অনুভূতি,অমার্জনীয় সেইপরিনতিকে, কিছুই বাদ রাখেনি সে... শধু মাত্র পরাজিত প্রেমিকের নীল আর্তনাদী রক্তকে বিন্দু মাত্র শান্ত করার জন্য!! আমার নিউরনে প্রতিটি সিন্যাপসে সিন্যাপসে তখন এক অস্বাভাবিক স্থবিরতা, অবিকল অতীতের কোন অপূ্র্ণ স্বপ্ন দেখার সেকি হাহাকারে নিত্য আমার নিস্ফলা নেত্রের!! প্রতিটি শিরায় শিরায় প্রেমিকার কাছে প্রণয় ভিক্ষার সে কি মর্মান্তিকদৃশ্য!! না! একোন ট্যাজিডি উপন্যাস কিংবা কোন নাটকে সংলাপ নয়, নয় কোন মেগাসিরিয়ালের খন্ড কোন চিত্রনাট্য!! এ শুধু পরাজিত প্রেমিকের নীল আত্মনাদী রক্তের নিশ্চুপ চিৎকার মাত্র। তবুও আমাকে চুপশে যাওয়া চলবে না ! শ্রাবন রাতে বিপুল জোসনায় খুঁজে ফিরতে হবে হারানো শৈশবকে, শিশিরে ভেঁজা ঘাস ফুলের পরশ মায়ায় শিহরিত করতে হবে ব্যাথিত রক্তকে, পাড় ভাঙ্গা কোন এক নদীর লিলুয়া বাতাসে উদাস করতে হবে আপন মন, চিৎকল্পে আঁকা ডানা মেলা গাংচিল দেখে অবাক করতে হবে এই দুইটি চোখ। এত কিছুর পরও যেন কোথায় এক বিরাজমান শূণ্যতা,বিসন্নতা পরাজিত প্রেমিকের ব্যাথিত নীল আত্মনাদী রক্তের নির্মম ভাবাবেগ হয়ত !!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.