আমাদের কথা খুঁজে নিন

   

হাবি জাবি ছবি - ১


কী আছে জীবনে? মেজাজ চরম বিলা। হাবি জাবি ছবি দিয়ে দেখি ঠিক হয় কি না। বিষে বিষ ক্ষয়ের একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক। উপরের ছবিটা গুগল মামা দিয়েছে। বাকী গুলো আমার তোলা হাবিজাবি ছবির অল্প কয়েকটা।

ভবিষ্যতে আরও দেয়ার ইচ্ছা করতে পারে, এই উদ্দেশ্যে পোস্টে সিরিয়াল নাম্বার দিয়ে রাখলাম। ১. স্বপ্ন হলো সত্যি, ইটের পর ইট। ইটের পর ইট দিলেই স্বপ্ন পূরণ হয়ে যায়? এতই সহজ? ২. নীল জমিনে গোলাপী ফুল। মোবাইল ধরে বসে বসে হুদাই টিপাটিপি করার ফল। সামনে যা থাকে তারই ছবি তোলা হয়ে যায়।

সামনে আর কী থাকে? নিজের কোল ছাড়া। ৩. জলপাই জমিনে খয়েরী পাতা। নিজের কোলের আরও একটা চিত্র। ৪. সূর্যের আলো আর মিষ্টি বাতাসকে আটকে রাখা যার কাজ - জানালার পর্দা। ৫. মিষ্টি আঙ্গুর - খেয়ে মুখটা মিষ্টি হতে পারে, কিন্তু মাথা ঠান্ডা করার জন্য যথেষ্ট না।

৬. বিষে বিষ ক্ষয় করার কথা ছিল তো, তাহলে ঝাল মরিচই হয়ে যাক। ৭. বেশি ঝাল হয়ে গেছে। একটু ঠান্ডা করা দরকার। ঠান্ডা পানি পেশ করার হোক। ৮. জীবনটা এমন চুড়ির রিনিঝিনির মত করে কাটিয়ে দেয়া যেত! ৯. ইট-পাথর, জানালার পর্দা আর চুড়ির রিনিঝিনি যাই হোক, সবই একদিন ধূলায় মিশে যাবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।