ব্যস্ততা বেড়েছে, সেই সাথে আলসেমিতে ধরেছে। আবার কিছু হাবি জাবি ছবিও জমেছে। অতএব হাবি জাবি ছবি ব্লগ দেয়ার এটাই উপযুক্ত সময়।
১. প্রথমে আম্মার বাসার ফুলদানি। এগুলো সত্যিকারের ফুল, পাথরকুচি ফুল।
২. এবার আমার বাসার ফুলদানি। এগুলো সবই নকল ফুল।
৩. কোন এক রেস্টুরেন্টে - ১।
৪. কোন এক রেস্টুরেন্টে - ২।
৫. কোন এক রেস্টুরেন্টে - ৩।
৬. এবার কোন এক লিফটের ছাদ।
৭. লাইট যখন দেখাচ্ছিই, তো আরও বেশি করে দেখাই। কোন এক আলোকসজ্জা।
৮. এবার কচ্ছপের সারি। সবই নকল।
৯. এইবার তাহলে আসল প্রাণীর ছবি দিই। এটা আমার জানের জান ভাগ্নের বিড়াল, যার নাম ইন্দুর আলী। নামের ইতিহাস আগের একটা পোস্টে বলেছি।
ইন্দুর আলী - ১।
১০. ইন্দুর আলী - ২।
১১. ইন্দুর আলী - ৩।
১২. ইন্দুর আলী - ৪।
১৩. ইন্দুর আলী - ৫।
১৪. ইন্দুর আলী - ৬।
১৫. এবার ইন্দুর আলীর বোন কাল্লু।
১৬. আবারও কাল্লু।
১৭. কক্সবাজারে প্রথমবার বেড়াতে গিয়ে কেনা একটা স্যুভেনির।
১৮. এবারের বইমেলায় টোনাটুনির স্টল।
১৯. একটু প্রকৃতির দিকে ফেরা যাক। রাস্তার পাশের ঝোপ-ঝাড়।
২০. গ্রামের শহরীকরণ চলছে।
২১. সবশেষে এক মাস আগের পাওয়া শুভেচ্ছা।
সবাই ভালো থাকুক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।