আবারও হাজির হলাম আমার মোবাইল ক্যামেরা দিয়ে হাবি জাবি ছবি তোলার হবি নিয়ে। উপরেরটা অবশ্য গুগল মামু দিয়েছেন। বেশি কথা না বলে শুরু হয়ে যাক।
১. ১৯ মার্চের সেই সুপার ডুপার মুন। যদিও আমার মোবাইল ক্যামেরায় তাকে পিচকিই লাগছে।
২. সুপার মুনকে নৌকা বানিয়ে দিয়েছে রিকশার ঝাঁকুনি।
৩. সেই চাঁদ, তিনদিন পরের চেহারা।
৪. আরেকটু ভালো করে দেখি।
৫. চাঁদের নিচে ঐটা আবার কী যায়?
৬. ঐ যে আবারও।
৭. এইবার আরও বেশি করে দেখা যাচ্ছে।
৮. যাহ, ঐদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে চাঁদ মামাই গেল ফ্রেম থেকে বের হয়ে।
৯. থাক অনেক হল চাঁদ, এবার আসি বাংলাদেশের রূপ দেখতে।
১০. বাংলাদেশের রূপ মানেই তো নদী।
১১. ছোট পুকুরটাও রূপের দিক থেকে কম যায় না।
১২. এইবার ফুলের শুভেচ্ছা।
আম্মার বাগানের এই গাছটায় ফুল ধরেছে বসন্তের শুরুতেই।
১৩. ফুল কি কম হয়ে গেল? আরও অনেক আছে তো।
আজকের মত এইটুকুই।
এই পোস্ট উৎসর্গ করছি আমার দুষ্টু ছোট ভাইটাকে যে তার সেকেলে বড় বোনটাকে একেলে করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।