আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ব্লগার টিপু আমাদের মাঝে আর নাই।

সকালে ফেসবুকেই প্রথম জানতে পারি ব্লগার নোবেলবিজয়ী_টিপু (ইসমাইল টিপু) আর আমাদের মাঝে নাই। মাত্র ২২ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন টিপু। যতটুকু বুঝতে পারছি, তিনি ক্যান্সারের সাথে যুদ্ধ করে শেষপর্যন্ত আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এর আগে সামুতে ক্যান্সার রোগ নিয়ে একটা পোস্টও দিয়েছেন , কিন্তু কখনো কাউকে জানান নাই, তিনি এই রোগে আক্রান্ত। সকালে এই খবরটা শুনে মনটা খুব খুব খারাপ হয়ে গেল।

মনে হচ্ছে, সবকিছুই ক্ষণস্হায়ী, একদিন হয়ত ধুম করে আমিও চলে যাবো। না, আমি টিপুকে কখনো দেখি নাই, তার সাথে পরিচয়ও নাই, তারপরও সামুর ব্লগার হিসাবে, একটা আত্মার টান অনুভব করছি। মনে হচ্ছে অতি নিকট কেউ আমাকে ছেড়ে চলে গেল। সামুর ব্লগারদের পক্ষ থেকে ব্লগার টিপুর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর টিপুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ভালো থেকো টিপু। টিপুর ফেসবুক লিংক ব্লগ কর্তৃপক্ষের প্রতি , টিপুর স্মরণে একটা শোকবাণী কিংবা ব্যানার দেওয়া যায় কিনা?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.