আমাদের কথা খুঁজে নিন

   

সিডনিতে কোয়ান্টাস বিমানে সাপ!

এ ঘটনার পর জাপানগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। এতে আটকা পড়েন অন্তত ৩৭০ জন যাত্রী।
বিবিসি জানায়, রোববার যাত্রীরা বিমানে ওঠার আগেই ২০ সেন্টিমিটার লম্বা মানডারিন র্যা ট সাপটি কেবিনে খুঁজে পান কর্মীরা।
কিন্তু সেটি কিভাবে বিমানে এল তা জানা যায়নি। এ ধরনের সাপ সাধারণত এশিয়ার দেশগুলোতেই দেখা যায়।


সাপটি বিষাক্ত না হলেও ওই ঘটনার পর ফ্লাইট বদল করে যাত্রীদের জন্য সোমবার সকালে আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়। এ ফ্লাইট এরই মধ্যে টোকিওর পথে রওনা হয়েছে।
সাপটি কি করে বিমানে ঢুকেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ নিয়ে দ্বিতীয়বার কোয়ান্টাস বিমানে সাপ পাওয়ার ঘটনা ঘটল। এর আগে, এ বছরের জানুয়ারিতে একটি পাইথন সাপ কোয়ান্টাস বিমানে পাওয়া যায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।