সেদিন ১৭ তারিখ সিডনির জর্জ স্ট্রিটে সন্ধ্যার সময় হাটতে হাটতে দেখি বেশ কিছু মানুষের ভীড়। কৌতুহল নিবারন করার জন্য কাছে গেলাম দেখতে। যেয়ে দেখি থর মুভির প্রিমিয়ার শো হচ্ছে। মুভির সব কলা কৌসুলিরা এসেছে। তাই দেখে মানুষ সব পাগল হয়ে গেছে।
সাথে ছিল ক্যামেরা, তাই আমিও কিছু ছবি তুলে ফেল্লাম চিপায় দাঁড়িয়ে। পুলিশ এবং সিকিউরিটি কাওকে কাছে যেতে দিচ্ছিল না। ভাবটা এমন আমরা কাছে গেলেই ওদের শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে। যাই হোক আমি কাওকে চিনলাম না তখন। যাদের দিকে তাকাইয়া মানুষ বেশি ফালাফালি করতেছিল তাদের ছবি তুল্লাম।
তারপর বাসায় এসে নেটে সার্চ করে দেখলাম কাদের ছবি তুল্লাম। আপনাদের সাথে তারই কিছু শেয়ার করলাম। এদের কাওকেই আমি চিনি না। তাই তেমন কোনকিছু বর্ননা করতে পারলাম না
সবাই তামাশা দেখতেছে
সহ অভিনেতা টম হিডলস্টোন
থরের শিল্পিবৃন্দ
থরের নায়ক
ইনি নায়িকা না। নায়িকাকে দেখি নাই।
সকল কলাকৌশলিকে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়
এই ভদ্রলোক পরিচালক কেনেথ ব্রেনাঘ
ছবি বড় দেখতে চাইলে এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।