আমাদের কথা খুঁজে নিন

   

সিডনিতে মাস্টার্স ক্লাস নেবেন কামার

কামার গ্লিটজকে বলেন, “প্রতি বছর চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উল্লেখযোগ্য নির্মাতাদের অভিজ্ঞতা জানার জন্য এই মাস্টার্স ক্লাসের আয়োজন করা হয়ে থাকে সিডনির এই উৎসবে। ‘মিসিং ৩৫৯ ডটস : এ মাস্টারর্স ক্লাস উইথ কামার আহমাদ সাইমন’-- এই শিরোনামে মূলত ‘শুনতে কি পাও!’ সিনেমা নির্মাণের তিন বছরের অভিজ্ঞতার আলোকে মাস্টারর্স ক্লাস নেব আমি।”
তিনি বলেন, “আমার সিনেমাটির প্রদর্শনী হবে ৫ অক্টোবর। আর আমার ‘মাস্টার্স ক্লাস’ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। এর সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা টম জুবরিকি।
এ বছর অস্ট্রেলিয়া আর্ন্তজাতিক প্রামাণ্যচিত্র উৎসবের (অক্টোবর ২-৭, ২০১৩) মূল প্রতিযোগিতায়ও আমন্ত্রণ পেয়েছে ‘শুনতে কি পাও!’
অস্ট্রেলিয়ায় উৎসবের পরের সপ্তাহে ১০-১৭ অক্টোবর এশিয়ার প্রাচীনতম প্রামাণ্য উৎসব জাপানের ইয়ামাগাটায় উদীয়মান এশীয় নির্মাতাদের অন্যতম প্রতিযোগিতা ‘নিউ এশিয়ান কারেন্ট’-এ আমন্ত্রিত হয়েছে ‘শুনতে কি পাও!’ সিনেমাটি। এ মাসে ছয়টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হচ্ছে এটি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।