যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না।আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়।কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না।ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। যতদিন ওঠবে সূর্য আকাশে বয়বে ঝর্ণা পাহাড়ে তুলবে পানি সাগরে ঢেউ ততদিন তোমি (শেখ মুজিব)রয়বে বাংলার জাতী পিতা হয়ে। তোমি নাই এই ভবে,তবু শুনি প্রত্যেক জাতীর কন্ঠে তোমারই সুরও ধ্বনি তোমারই জয়ও ধ্বনি। হেথায়ও(দুবাই)শুনি আমি তোমার গুন ওগান তোমার জ্ঞ্যাতী ভাইয়ের সুর ওকন্ঠে সে সুর মোর সুমধুর লাগে তব বলি আমি তাঁদের ওরে, তোরা আরো বল উচ্চ সুরে জয় বাংলা,জয় বঙ্গ বন্ধু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।