আমাদের কথা খুঁজে নিন

   

ফেনী কলেজের কমার্স বিভাগের দ্বিতীয় বষের ছাত্র তহিদুল ইসলাম প্রতারকের কবলে পড়ে হাসপাতালে।

প্রগতিশীল চিন্তা-চেতনায় বিশ্বাস। তহিদুল ইসলাম আজ দুপুর অনুমান ১.৩০ মিনিটে ফেনী থেকে শর্শদিগামী বাসে তার বাড়ীতে যাচ্চিল। বাসে আসন গ্রহনের কিছুক্ষন পর একজন লোক বাহির থেকে জানালা দিয়ে একটি ডাব বিক্রি করতে আসলো । বলল ভাই, সব ডাব বিক্রি করে ফেলেছি শুধু আর একটা ডাব আছে । এই মাত্র গাছ থেকে পেড়ে এনেছি তাজা ডাব ।

সে ডাব কিনে এক চুমুক পান করলো । পান করার পর তার কাছে ভাল লাগেনি। ভাল না লাগাতে সে আর পান করলো না। কিছুক্ষন পর একটু একটু খারাপ লাগছিল। তার সাথে ৫০০০/ টাকা ছিল ।

তাই একটু সন্দেহ হলো । তাই তার সাথে থাকা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তামিম কে বলল আমার দিকে একটু খেয়াল রাখিস । আমার খারাপ লাগছে। ফেনী থেকে ৫ কি: মি পর তার বাড়ী তাই পথে নেমে গেল । বাস থেকে নামার পর খুব অসস্থি লাগছিল ।

তাই বাড়ী কাছে হলেও একটা রিক্সা নিয়ে বাড়ী আসলো । বাড়ীতে আসার কিছুক্ষন পর মারাক্তক ভাবে অসুস্থ হয়ে পড়লো। তাই তাড়াতাড়ি করে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলো। বর্তমানে সে হাসপাতালে চিকিংসাধীন আছে। পথে নেমে যাওয়ার কারনে হয়তো প্রতারক টাকা নিতে পারেনি।

টাকা নিতে না পারলেও বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এ বিষয়ে সবাই সতর্ক থাকা উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।