ফেনী উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বি কম নিউ ইর্য়ক প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, কোন এক সময়ের অশান্ত ফেনী এখন শান্তির নগরী। দলে দলে নেই কোন মারামারি। সকল দল তাদের নিজস্ব ব্যনারে কাজ করছে। ফেনী জাতীয় সংসদের তিনটি আসনে কোনটিতেই মহাজোটের সংসদ সদস্য না থাকলেও উন্নয়ন থেমে নেই। ফেনী উন্নয়ন জেলা গুলোর অন্যতম।
২ ফেব্রুয়ারী নিউ ইর্য়কের র্চাচ-ম্যাকডোনাল্ড এভিনিউতে সুগন্ধা রেষ্টুরেন্টে সার্বজনীন সংবর্ধনার তিনি এ কথাগুলো বলেন। সংবর্ধনার আয়োজন করেন নিউ ইর্য়কস্থ প্রবাসী ফেনী জেলাবাসী। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলার কৃর্তি সন্তান মূলধারার লিডার মোহাম্মদ এন মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, এটিএন বাংলা যুক্তরাষ্ট্র পরিচালক ফখরুল আলম, সিএমবিবিএর সাবেক সভাপতি আব্দুর রব চৌধুরী, চিটাগাং সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, আওয়ামী লীগ নেতা শামসুউদ্দিন আজাদ,লুৎফর করীম, নুরুল আফসার ভ’ইয়া , নুরুল ইসলাম নজরুল, চন্দন দত্ত, আব্দুর রহীম বাদশা, কমিউনিটি নেতা মফিজুর রহমান, আবু নাসের, সেলিম চৌধুরী (ভিপি বাবুল), নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন ফেনী জেলা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম পাটোয়ারী।
প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রহমান বি কম প্রবাসীদের দেশে বিনেয়োগের আহবান জানায়ে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে ব্যাপক ভ’মিকা রাখছে। তিনি বলেন, দেশে বিনিয়োগের এখন বিশাল ক্ষেত্র রয়েছে। যে কেউ ব্যক্তি ও সমষ্টিগত বিনিয়োগ করতে পারেন। ফেনীতে বিনিয়োগে প্রবাসীদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশটা সকলের এটাকে ভালবাসা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি মহাজোট সরকারের চার বছরের উন্নয়নের বিশদ বর্নণা দিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ায় আজ আমরা বিশ্বের সবচেয়ে শক্তিধর আমেরিকাসহ অন্যান্য দেশে প্রবাসী হওয়ার সুযোগ হয়েছে।
নচেৎ পাকিস্থানের গোলাম হয়ে থাকতাম। বড় জোরে করাচী পর্যন্ত যাওয়ার সুযোগ হতো। অথচ সে দেশের কিছু লোক জিন্নাহকে পাকিস্থানের জাতির পিতা মানলেও বঙ্গবন্ধুকে বাঙ্গালীর জাতির পিতা মানতে রাজিনা।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ এন মজুমদার বলেন, প্রবাসে বাংলাদেশের রাজনীতি চর্চার পাশাপাশি আমাদেরকে এদেশের রাজনীতিতেও সর্ম্পক্ত হওয়া উচিত। এদেশে রাজনীতি আমাদের দেশের চেয়ে অনেক সুবিধা।
নিজের অভিজ্ঞতা বর্নণা দিয়ে তিনি বলেন, দেশে কোন এক সময়ে অনেক রাজনীতি করেছি কিন্তু এখানে দেশের সে রাজনীতিতে আমি নেই। বরং এ দেশে মূলধারার সাথে সর্¤úক্ত হতে পারলে দেশের কল্যাণে অনেক কাজ করা যায়।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশের কল্যাণ কামনা করে মুনাজাত করেন হাজি মনির হোসেন। অতিথিকে আয়োজকদের পক্ষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন মোহাম্মদ এন মজুমদার এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এপ্রজন্মের তামিম হক মাহবুব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।