আমাদের কথা খুঁজে নিন

   

সময়মত ডায়বেটিস চিকিৎসায় কিডনি জটিলতা কমে

শুরুতেই টাইপ ১ ডায়বেটিসের উপযুক্ত চিকিৎসা করালে কিডনি রোগের ঝুঁকি অর্ধেক কমে যায়। যুক্তরাষ্ট্রের গবেষকরা শনিবার একথা জানিয়েছেন। ১৯৮০'র দশকে শুরু হওয়া এ গবেষণায় টাইপ-১ ডায়বেটিস আক্রান্তের প্রাথমিক অবস্থায় ১ হাজার ৪০০ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, যারা দিনে তিনবার ইনসুলিন ইঞ্জেকশন নিয়ে কিংবা ইনসুলিন পাম্প ব্যবহার করে রোগের নিবিড় পরিচর্যা করেছে তাদের ক্ষেত্রে অন্যদের তুলনায় পরবর্তীতে কিডনির সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি কমে গেছে অর্ধেক। 'নিউ ইংলিশ জার্নাল অব মেডিসিন'- এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। টাইপ ১ ডায়বেটিসকে আগে জুভেনিলে ডায়বেটিস বলা হতো।

এটি টাইপ ২ ডায়বেটিসের মত ততটা পরিচিত নয়। ব্যায়ামের অভাব এবং মুটিয়ে যাওয়ার সঙ্গে এ রোগের সম্পর্ক আছে। টাইপ ১ ডায়বেটিসের ক্ষেত্রে বড় ধরনের জটিলতা সৃষ্টি করে কিডনি রোগ। এ ডায়বেটিসে আক্রান্ত হলে দেহ ইনসুলিন তৈরি করার ক্ষমতা হারায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে শরীরে শর্করা ভাঙার ক্ষমতা কমে যায়।

ইনসুলিন শরীরে সুগারের পরিচলন নিয়ন্ত্রণ করে যা শরীরের মূল জ্বালনি। গবেষকরা কেবল টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রেই ওই ফলের কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে ২৬ মিলিয়ন মানুষের প্রায় ৫ থেকে ১০ শতাংশই এ রোগে আক্রান্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।