বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন! মানুষ কেন কষ্ট পায়, কেন বারে বারে পায়, আমি সত্যিই জানি না! আহমেদ ইমতিয়াজ বুলবুলের চোখের পানি এখনও শুকিয়ে যায়নি, এবং এখনও তার বোবা চোখের কষ্টের উত্তর এই জাতিও দিতে পারেনি। উনাকে আমার যতটা ভাল লাগত তার গানের জগতে অবদানের জন্য, তার থেকে হাজারগুন বেশী ভাল লাগত কিশোর বয়সে মুক্তোযুদ্ধে তার সাহসী বীরগাথা শুনে! সেই কিশোর মুক্তিযোদ্ধা আজ মধ্যবয়স্ক, তার চোখের বোবা কষ্টে ছোটভাই হারানোর হাহাকার! মাফ করে দেন সরকার, আপনাদের ভালবাসা চাই না, বলেছিলেন নিরাপত্তা দেবেন তার ছোট ভাই কে (নির্বাচনী বক্তৃতার মত তাও ভুলে গিয়েছিলেন) , আর বিরোধীদলের রাজাকার মাখাও ভালবাসা চাই না, থু: এইসব মানষিক রুগীদের! এইসব দেশদ্রোহীদের প্রতি আমার একটাই কথা --দূর হ ...বেজন্মারা আমার দেশ থেকে, তোদের কুৎসিৎ পায়ের ভারও আজ এই জাতি নিতে চায় না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।