Nothing special স্বাধীনতা অর্জনে সরাসরি সহযোগিতা। অতঃপর সমস্ত অস্ত্র কুক্ষিগত, সিমান্তে নৃশংস হত্যাকাণ্ড, কারোন অকারনে সিমান্তে বিএসএফ কত্রিক বাংলাদেশী দের কে নির্যাতন এমন কি বস্ত্র হরন, বাংলাদেশে ভারতী পন্যের ছড়াছড়ি এবং ভারতে বাংলাদেশি পণ্যের ব্যপারে কড়াকড়ি,ঈলিশের বিনিময়ে ফেঞ্চিডিল সহ অন্যান্য মাদকের অবাধ বিচরন, কারনে অকারনে ভারতী মিডিয়াতে বাংলাদেশ কে খাট করা এমনকি জাতীয় সঙ্গীত নিয়েও কটাক্ষ, ভারতী অনুষ্ঠানে বাংলাদেশ ছয়লাব এবং শিল্পিদের অবাধে বাংলাদেশ এ বিভিন্ন অনুষ্ঠান করন, অপরদিকে বাংলাদেশি টিভি চ্যানেল এর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা, ভারতী হিন্দি ছিনেমার বাংলাদেশে প্রবেশ , নৌসীমানা নির্ধারণে গড়িমসি এবং সামুদ্রিক সম্পদ যবর দখলের চেষ্টা, তিস্তা চুক্তির মিথ্যা আশ্বাস এর বিপরীতে একমুখী ট্রানজিট না করিডর?? টিপাইমুখি বাধ চেষ্টা আর যোর প্রচারনা ইত্যাদি............এরপর কি?????পার্বত্য চট্টগ্রাম না সমগ্র বাংলাদেশ???????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।