আমাদের কথা খুঁজে নিন

   

বেহুদা কি কয় ????

তাশফী মাহমুদ ‘আমিই ঢাকা জেলা বিএনপির বৈধ সভাপতি। ’ তিনি বলেন, ঢাকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান লবিং করে এই পদে আছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিতে লবিং নেই, তা বলা যাবে না। লবিং আছে। আবদুল মান্নান সেই কাজটি করেছেন।

’ আজ রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এসব কথা বলেন। বিএনপির নেতা নাজমুল হুদা বলেন, ‘আমাকে যখন ঢাকা জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়, তখন প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়। পরে সেটা আবার ফিরিয়েও দেওয়া হয়েছে। সেই হিসেবে আমি ঢাকা জেলা বিএনপির সভাপতি। ’ তিনি বলেন, বর্তমানে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কীভাবে করছেন, তা প্রশ্নবিদ্ধ।

এ ব্যাপারে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। ’ নাজমুল হুদা বলেন, ‘দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলেছি। আশা করছি, সমাধান হবে। ’ তিনি বলেন, ‘২২ তারিখে ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা হবে। সেখানে আমি ঢাকা জেলা বিএনপির সভাপতি হিসেবে অংশ নেব।

’ নাজমুল হুদা বলেন, ‘এ নিয়ে দলের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সেটা জানাতেই সংবাদ সম্মেলন করছি। ’  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।