আমাদের কথা খুঁজে নিন

   

বেহুদা কথন

হঠাৎ শুন্যতা ...................

পক্ষীঃ পথ হারা পাখি, খুজে ফিরি একা... মানবঃ পক্ষী, তুমি পথ হারাইয়াছো? তবে আইস...........পথ হারা পাখি, খুজে ফিরি একা... পক্ষীঃ আরে বলদ, তুইও তো পথ হারাইয়াছিস... মানবঃ আরে তাই তো...মানব জীবন-ই তো হইল পথ খুজে পাওয়ার সাধনা...পক্ষী, তুমি কি রাগত হইলে? পক্ষীঃ আরে আহাম্মুক, পথ যদি নাহি চিনিস তবে আমারে সাথে লইলি কেন? মানবঃ মানব অভ্যাস, দলগত ভাবে থাকা...তাই আর কি... পক্ষীঃ তোর নিকুচী করি, তোদের হইতে কি আমরা কম দলবধ্য থাকি? নেহাতই দলছুট হইয়াছি বিধায় আমার এই অসহায় অবস্থা...বেটা তুমি আহাম্মুক...নিজে দলছুট হইয়া আমার সাথ ধরিয়াছ আবার উচ্চ কন্ঠ...হতচ্ছাড়া... মানবঃ পক্ষী...তুমি রাগত হইলে... পক্ষীঃ আবার কথা...আর একটি শব্দ উচ্চারণ করিলে বিষ্ঠা বোমা ত্যাগ করিব... মানবঃ তবে থাক... পক্ষীঃ এইবার পথে আসিয়াছ...বেটা ফোফঁড় দালাল... পক্ষী উড়িয়া চলিল... পথ হারা পাখি, খুজে ফিরি একা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।