আমাদের কথা খুঁজে নিন

   

বেহুদা খালেদা

Hope is immortal

তিনি ম্যাডাম জিয়া সর্বাধিক(ধিক ও হতে পারে) পরিচিত। বিশেষ করে তার পেছনে হট ডগ ( গরম কুকুর নয়, গরমকালে ক্ষুধার্ত যেসব কুকুর জিহবা বের করে থাকে) ঘুরঘুর করে থাকে তারা তো তাকে ম্যাডাম জিয়া বলতে বলতে মুখে ফেনা তুলে থাকে। যদি ম্যাডাম তাদের করুনা করে দয়া করে থাকে!!! সেজন্য সেইসব হট ডগ ম্যাডাম জিয়ার দুই সু(কু)পুত্রকে নগ্নভাবে প্রশংসার বর্ষনে স্নাত করে দেয়। অনেকেই সেই দুই কুপুত্রের পাহাড়সম(পাহাড়ের সঙ্গে তুলনা করার জন্য দুঃখিত। কেননা, এতে পাহাড়কে কালিমাময় করা হয়) দুর্নীতিকে "চাঁদেরও কলংক আছে" বলে তাদেরকে স্তুতি করতে থাকেন।

এখানেও সেই ম্যাডাম জিয়া। সে যাই হোক। দোষ তো আর ম্যাডাম জিয়া আর তার অতি আদরে বখে যাওয়া দুই কুপুত্রেরও নয়। দোষ হলো আমাদের যারা নিজেদেরকে ম্যাডাম জিয়া আর তার অতি আদরে বখে যাওয়া দুই কুপুত্রের কাছে বিকিয়ে দিয়েছি। আর তারা তো এর সুযোগ নেবেনই।

তারা তো মানুষ নন। পুরোপুরি অমানুষ (জানোয়ার বলতে চাই না। এতে এই সম্প্রদায়ের সদস্যরা মাইন্ড করতে পারেন। ) তবে অনেকেই তাকে ম্যাডাম জিয়া না বলে বেহুদা খালেদা বলতে সাচ্ছন্দ্যবোধ করে থাকে। কেন বলে থাকে? এখন এই প্রশ্নখানি রইলো আপনাদের জন্য।

এটিই আজকের কুইজ। কুইজ নং : ০১ * খালেদা জিয়াকে কেন অনেকেই ম্যাডাম জিয়া না বলে বেহুদা খালেদা বলতে সাচ্ছন্দ্যবোধ করে থাকে? যুক্তিসহ আপনার উত্তর এখানে পোস্ট করুন। উপযুক্ত যুক্তিসহ উত্তরদাতার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। তাই উত্তরের সাথে আপনার মোবাইল নম্বর কিংবা ইমেইল ঠিকানা দিতে হবে পরবর্তীতে যোগাযোগের জন্য। তো হয়ে যাক......!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।