http://www.facebook.com/Kobitar.Khata
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য খাদিজা তুল কুবরা। বয়স এখনো ১৭ স্পর্শ করেনি। এরিমধ্যে মায়াবী ঘুর্ণিজাদুতে মাত্র ৭ ম্যাচ খেলে ২০ উইকেট নিজের ঝুলিতে জমা করার মাধ্যমে নিজের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন।
নারী পুরুষ বিভাজন না করে শুধুমাত্র যোগ্যতার কথা বিচার করলে তবে সে কি বাংলাদেশ মূল দলে (যেটাকে পুরুষ দল বলছি) সুযোগ পেতে পারে না? যোগ্যতা থাকলে যদি যে কোন নারী প্রধানমন্ত্রী হতে পারে, ব্যাংকের ম্যানেজার হতে পারে, বিমানের পাইলট হতে পারে তবে মূল ক্রিকেট দলে সুযোগ পাবে না কেন?
নারীবাদীরা যুগে যুগে নারী পুরুষের সম-অধিকারের কথা বলে কিন্তু খেলাধুলায় নারী পুরুষের আলাদা দলের বিপক্ষে কোন কালে কোন নারীবাদীকে কথা বলতে শুনলাম না, কেন?
তারা কেন বলে না নারী পুরুষের আলাদা দল চলবে না, যোগ্যতার ভিত্তিতে একি দলে নারী পুরুষ খেলতে হবে?
আমি মনেকরি এর কারণ নারী ভাল করেই জানে যে তারা খেলাধুলায় যতই ভাল করুক কোন কালেই পুরুষ থেকে ভাল হতে পারবে না। শুধু খেলাধুলা না, এমন অনেক ক্ষেত্র আছে যেখানে নারী-পুরুষ সম-অধিকার চলে না।
একজন পুরুষ হিসেবে গর্ব করে এ কথা বলছি এমন ভাবার কোন কারণ নাই। আমি সব সময় মনে রাখি আমার মা একজন নারী আর নারীকে ছোট করে কথা বলা মানে আমার মাকেও অপমান করা।
নারী পুরুষকে সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করেছেন এবং এটাই সবচে সুন্দর সৃষ্টি। সুতরাং নারী পুরুষের সম-অধিকার নিয়ে যারা কথা বলেন তারা অবশ্যই ভুল কথা বলেন। নারী-পুরুষের সর্ব-ক্ষেত্রে সমান অধিকার কোন ভাবেই হতে পারে না।
কিছু ক্ষেত্রে নারী পুরুষ থেকে বেশী সুবিধা ভোগ করেন আবার কিছু ক্ষেত্রে পুরুষ নারী থেকে বেশী সুবিধা ভোগ করেন। এটা হয়ে থাকে শারীরিক ও মানসিক গঠনের কারণে।
সুতরাং নারী পুরুষের সম-অধিকার এর কথা না বলে আমাদের বলা উচিত মানবাধিকারের কথা। নারী-পুরুষ যাইহোক সে মানুষ হিসেবে সমান অধিকারটা ভোগ করছে কিনা সেটাই আসল কথা। এটা সত্য যে আমাদের দেশের অনেক নারীই মানবাধিকার থেকে বঞ্চিত।
বি:দ্র: চটকদার হেড লাইনের জন্য দুঃখিত। আজ দুপুরে হাসপাতালে গেলাম। অভ্যর্থনা কক্ষের টিভিতে দেখি বাংলাদেশ মহিলা ক্রিকেটারদের খেলা দেখাচ্ছে। তখন এই কথাটি মনে হলো আর সেই মনে হওয়া থেকে এই লেখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।