আমাদের কথা খুঁজে নিন

   

আমি আঁচল পেতেছি,স্বপ্ন কুড়াবো বলে...

একটা গল্প রুপকথার... ভালোবাসা যেখানে ছড়ায় শিউলি ফুলের শুভ্রতা আমি অপেক্ষা করি... রাত্রিপ্রাঙ্গণে মুঠো মুঠো জোছনার মাতাল নৃত্য দেখবো বলে, অপেক্ষা সাগরের আকাশ-নীল জলের ছন্দপতনে চার পায়ে আছড়ে পড়ার চকিতে অনুভব করি বহুপ্রতিক্ষীত সেই উষ্ণ স্পর্শ আমি আঁচল মেলে ধরি স্বপ্ন কুড়াবো বলে... একটা গল্প জীবনের... যেখানে লুকিয়ে থাকে আতঙ্কের নীল রঙ পৃথিবীর অন্ধকারতম কোণে ভীত আমি প্রতিদিন লক্ষবার অনুনয় করে বলি একবার ছুয়ে দিয়ে যাও ভেঙ্গে দাও মন্ত্রের কালো অভিশাপ ... -ফারহানা নিম্মী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।