সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। শুক্রবার থেকে এ সিনেমার শুটিং শুরু করবেন গ্লিটজকে জানিয়েছেন তিনি।
রোমান্টিক ধাঁচের এ সিনেমাতে দেখা যাবে, গ্রামের সহজ সরল তরুণ ইমন শহরে এসে ভোল পাল্টে ফেলে। তার সহযোগিতায় এগিয়ে আসে আঁচল। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ভালোবাসার অধিকার আদায়ের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।
সিনেমা প্রসঙ্গে ইমন বলেন, “চিত্রনাট্য পড়ে মনে হল, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আঁচলও দারুণ অভিনেত্রী। তার সঙ্গে অভিনয়ে মুখিয়ে আছি। ”
আঁচল বলেন, “ইমনের সঙ্গে অভিনয় করতে মুখিয়ে ছিলাম। সোহেলের সিনেমাতে সুযোগ পেলাম।
দর্শকের জন্য নতুন কিছু উপহার দিতে চাই আমরা। ”
এইচ ডি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, আদনান আসিফ, আফ্রি, প্রিয়া, আবু হেনা রনি, সজল, ও জামিল।
ইমন অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। স্বপন আহমেদের ‘পরবাসিনী’, তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’, আহমেদ আজিম টিটুর ‘পায়রা’, রাজু আহমেদের ‘তবুও তুমি আমার’, খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ও রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ সিনেমায়।
অন্যদিকে আঁচল অভিনয় করছেন ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’, মনিরুল ইসলাম সোহেলের ‘থ্রি লাভারস’ এবং ‘মিস ইউ’ সিনেমায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।