আমার পরিবারের খুব আদরের একজন গত প্রায় ১৫ বছর ধরে মাদকাসক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এফ.রহমান হলে থাকতো, সেখানেই হাতেখড়ি, আগেও হতে পারে আমরা খেয়াল করিনি। যেহেতু আমার মাত্র ৩ বছরের ছোট সে এবং আমিও সে সময় ঢা.বি.তে পড়তাম তাই আমি জানি অন্তত সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা এত খারাপ ছিল না। যাই হোক, সামান্য সামান্য মাদকের প্রভাবে অবস্থা মারাত্মক আকার ধারণ করে গত ৬/৭ বছর থেকে। এই ৬/৭ বছর যাবত তাকে বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, বিভিন্ন ক্লিনিক এ গেছি কিন্তু কোন উন্নতি নাই । অবস্থা এইরকম যে, বছরের ৬ মাস তাকে ক্লিনিকে রাখা লাগে। সবই বুঝি যে, মাদক থেকে ফিরে আসার সব চেষ্টা নিজের করা লাগবে, তার প্রবল ইচ্ছাশক্তি লাগবে, পরিবারের সাপোর্ট লাগবে কিন্তু তারপরও অনেক প্রতিষ্ঠানের কথা শুনি যেমন, আপন, ক্রিয়া ইত্যাদি সেখান থেকে নাকি সবাই ভালো হয়ে আসে? ব্যাপারটা কি সত্যি? সম্মানিত ব্লগারদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।