যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না।আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়।কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না।ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। মোরা কৃষাণ। মোরা ভোরের পাখি জাগার আগে লাঙ্গল কাঁধে লয়ে মোরা ফসল ফলাতে মাঠে যাই তবু মোদের অণ্য জোটে না কপালে মোরা অনাহারে মরি যে লয় মোদের অণ্য কাড়ী তোরা মাড় লাথী ওদের মুখে, ওরা প্রভূর শত্রু প্রভূ ওদের দলে নাই প্রভূ মোদের দলে প্রভূর শক্তিই মোদের শক্তি মোরা জয়ী হবই নিপাত যাবে ওরা সবে ওরা গরীবের ধন কেড়ে ডুমুরে পদ্ধ সাজে নীজেদের মগের মুল্লুক ভাবে ওরা প্রভূর শত্রু শয়তান ওদের প্রভূ মোরা জয়ী হবই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।