আমাদের কথা খুঁজে নিন

   

মোরা বুয়েটিয়ান ! ! !

হে মানব, আজি ওঠো জেগে বিবেকের তাড়নে

আয় ছেলেরা, আয় মেয়েরা, OAB - এর ছাদে যাই, পিছিয়েছে পরীক্ষা বুয়েটের অবসরটা কাব্য-শিক্ষায় লাগাই । সেরা মোরা সারা দেশে, বুয়েটের স্টুডেন্ট । না হয় করলামই পাশ, বছর খানেক দেরীতে । না হয় হলামই জুনিয়র সাবেক বি.আই.টি কিংবা প্রাইভেটের সহপাঠীদের । মোরা স্টুডেন্ট বুয়েটের ।

চিন্তা কি আর জীবনে, ক্যারিয়ারটাই কি সব ? উপভোগ করি বর্তমানে, যাক ভবিষ্যৎ জাহান্নামে ! নাহি ভরসা দু'সেকেন্ডের, হিসাব কষে যাই সারা জীবনের ! কিন্তু করি কি তা আর সাধে ? কষ্ট না করিলে কেস্ট কি মেলে ? জীবনটা নয়কো ফুলশয্যা, তাই এখুনি কর ঠিক - জীবন যুদ্ধের রণকৌশল । চলবেনা করা কোন ভুল । ভাগ্য যদিও নহে মোর হাতে, চেষ্টা তব হবে করে যেতে ভাগ্যকে নিতে অনুকূলে । এখনি কর বীজ বপন পাইবে ফসল আগামীতে । এখন করিলে আনন্দ একটু কম, সামনে কাটিবে সুখের জীবন ।

আনন্দ ভেলায় ভাসিয়া, রাখিয়া মাথা প্রিয়জনের বাহুডোরে আস্বদিবে সকল সুখ জীবনের । তাই শেষে বলে যাই, ভাবিয়া করিও কাজ, করিয়া পস্তাইও না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.