ধরুন আপনার পকেটে ওয়াইফাই সুবিধাযুক্ত একটি মোবাইল ফোন আছে। যাত্রাপথে হঠাৎ সে মোবাইলে পেয়ে গেলেন ইন্টারনেটের সংযোগ। তখন আপনার আনন্দ দেখে কে! এ রকমই ঘটবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সেখানকার প্রতিটি রাস্তার মোড়েই পাওয়া যাবে ইন্টারনেটের সংযোগ। এ জন্য সরকার বাজেট ধরেছে চার কোটি ৪০ লাখ ডলার। এ বছরের শেষ নাগাদ শহরে চলাচলকারী সব ধরনের যানবাহনেও এই সুবিধা পাওয়া যাবে। আর ২০১৫ সালে সড়ক, পার্কসহ শহরের প্রায় সাড়ে ১০ হাজার স্থানে পেঁৗছে যাবে এই সুবিধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।