দগ্ধ মোরা আপন
তরে আমরা প্রতিনিয়ত দাবীত হই এক বিষম আগ্নেয়গিরির দারপ্রান্তে জীবনের প্রয়াসে আমাদ্বয়ের দুহস্ত প্রসারিত থাকে প্রত্যাশার দু:স্বপ্নের কি দুঃসাধ্য আমাদের চাহিদা তাই আমরা নিজের অস্তিত্ব বৃত্তবন্দি করি সহসাই কি বিষম এ মায়া ভালোবাসাকে হার মানিয়ে ছুটে যায় একটা অগ্নিবৃত্ত গোলাকার মেরুতে। "আপন স্বার্থ ঘুচিয়ে যাই হে পরবাসী
আপন কে করে পর নিজেকে করে আপন
আখের তুমি সব হারাবে ফেলবে অশ্রুজ্বল
অশ্রু দিলে নিজের তরে সব হারাবে জ্বলের স্রোতে
কাঁদবে তুমি নয়ন ভরে হাসবে সবাই ভুবন ভরে
হওনি তুমি আমরণ মৃত্যু তোমার স্ব মরণ"
অনি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।