আমি...... আজকে কিছু ব্লগে ও ফেসবুকে একটি পোষ্ট দেখলাম। " ডাক্তার হতে হলে পূর্ব পাকিস্তানি হতে হবে? " । নিজে ডাক্তারি প্রফেশনে আছি বলেই interest নিয়েই পরলাম। একটি ছবিও দেখি আপলোড করা। ছবিতে লেখা আছে-
2. Surrendered Registration Certificate No. ......................... East Pakistan Medical Council
ছবিটি দেখে বিশ্বাস হচ্ছিলোনা।
এরকম করতে পারে এই সময়ে এসে। আরো বিশ্বাস করতে পারছিলামনা কারন কিছুদিন আগেই বিএমডিসি থেকে ফরম পূরন করে রেজিষ্ট্রেশন করেছিলাম। কই ফরমে এরকমতো কিছুই দেখিনি। পরে বিএমডিসি ওয়েব সাইট থেকে ফরমটি ডাউনলোড করলাম। আপনারা চাইলে ডাউনলোড করে ফরমটি দেখতে পারেন এখান থেকে ।
ডাউনলোড করে ফরমের ৩য় পৃষ্ঠায় দেখলাম কথাটি এরকম-
2. Surrendered Registration Certificate No. ......................... of Erstwile East Pakistan Medical Council
এখানে Erstwile কথাটি ওই পোষ্টের ছবি থেকে বাদ। Erstwile এর অর্থ হলো Former বা প্রাক্তন। অর্থাৎ পুরো কথাটির অর্থ দাঁড়ায় - আপনার রেজিষ্ট্রেশনটি যদি পূর্বে East Pakistan Medical Council. এর থাকে এবং আপনি যদি তা বিএমডিসির কাছে Surrender করে থাকেন,সেই Surrendered Registration Certificate No টি। বিশ্বাস না হলে ফরমটি্র ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি,ডাউনলোড করে দেখুন।
অর্থাৎ সেই ছাগু ব্লগারটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা অনিচ্ছাকৃত ছবিটি থেকে 'erstwile' শব্দটি মুছে দিয়েছিলেন।
নিচে দুটি ছবি দেখুন-
এডিট করা-
মূল-
আপনারাই বলুন,মেজাজটা কেমনে ভালো থাকে। যে এই কাজ করেছে,সে কত বড় চাটুবাজ ও ধূর্ত। আসলে ডাক্তারি প্রফেশনকে কিছু ছাগু ব্লগার বদনাম করার জন্য এই কাজ করেছে। এদের মত কিছু বদমাইশ মানুষের জন্য আজ বাংলাদেশে কোন হাসপাতালে ডাক্তাররা কিডনি ট্রান্সপ্লান্টেশন বন্ধ করে দিয়েছে। ফলে যেখানে কম খরচে এই অপারেশন বাংলাদেশে করতে পারতো ,এইসব ব্ল্যাক ইন্ডিয়ান ছাগুদের জন্য সব কিডনি প্রতিস্থাপনের রোগী ইন্ডিয়াতে যাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।