আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তারি বিষয়ে হেল্প চাই।



আমার নাম. তামিম, বয়স ৩০ বিবাহিত। গত দুই সপ্তাহ ধরে আমার তলপেটে চিন-চিন করে ব্যাথা অনুভুত হয়। ব্যাথাটা কখনো নাভির ঠিক উপরে, কখনো নাভির নিচে ডান পাশে কখনো বামপাশে আবার কখনো নাভি থেকে বরাবর নিচদিকে। ব্যাথাটা সারাদিনই অনুভুত হয় তবে থেকে থেমে। ব্যাথার স্থায়িত্ব ৪/৫ মিনিট আবার কখনো বেশি, তবে থেমে থেমে অনুভুত হয়।

পায়খানায় সমস্যা নাই নরমাল। পশ্রাবে এতদিন কোন সমস্যা পরিলক্ষিত হয়নাই। তবে আজকে থেকে পশ্রাবের পড়ে কেমন জানি একটা অস্বস্থি লাগে। আগেই বলেছি ব্যাথাটা গত দু সপ্তাহ ধরে অনুভত হলেও আজথেকে প্রশ্রাবের এই সমস্যটা বুঝতে পারতেছি। এতদিন কোন ডাক্তারের কাছে যাইনি।

এখন কি করতে পারি কোন ডাক্তারের কাছে যাবো? কোন কিছু টেস্ট করাতে হবে কিনা যদি কারো কোন কিছু জানাথাকে কি করলে ভালহয়। ( আমার অর্থনৈতিক চিন্তাটাও থেকেযায়। আমার উর্পাযিত অর্থেই সংসার চলে। ) কমেন্ট করে হেল্প করেন প্লিজ,,,,,,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.