ক্লান্ত পথিক সরকার কতিপয় দিন হইতে লক্ষ্য করিয়া যাইতেছে যে, বিরোধী দলের কর্তাব্যক্তিগণের নিকটে শোরগোল এবং হুল্লোড় করিবার কোনপ্রকার মালমশলাদি নাই। ইহাতে বিরোধীদলের কর্মক্ষমতা এবং জলন্ত যৌবন ক্রমান্বয়ে হ্রাস পাইতেছে। এমতাবস্থায় মানবিক বোধদয় উপরন্তু জলন্ত যৌবন ধরিয়া রাখিবার শল্যবিদ্যা জাহির করিতে সরকার বিরোধী দলকে "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল" -এর ন্যায় একপ্রকার অতি কার্যকর পথ্যের ব্যবস্থাপত্র প্রদান করিয়াছেন। বিরোধী দল পথ্যের চটজলদি ক্রিয়ার ফলাফলরুপে লম্ফঝম্ফ আরম্ভ করিয়াছেন। পথ্যের কার্যকারিতা সময়ের সহিত গুনোত্তর ধারানুযায়ী বর্ধিত হইবে। ডাক্তারবাবু এবং রোগীর এহেন প্রেমময় রসায়নে সমগ্র জাতি পাঁঠার তৃতীয় শাবকের ন্যায় আচরণ করিতেছে। ডাক্তারবাবুদের হস্তলেখা যেমন করিয়া পথ্যবিক্রয়কেন্দ্রের কর্মী ব্যতিরেকে সাধারণ মানবসন্তান বুঝিতে অপারগ, তেমন করিয়া চিকিৎসকরুপী সরকারের এহেন পথ্যব্যবস্থা কেবল অন্যান্য রাজনৈতিক দলের বিজ্ঞ নেতারাই পাঠোদ্ধার করিতে সক্ষম হইয়াছেন, সাধারণ মানুষ কিছুই বুঝিতে পারে নাই। 'গোপাল দর্শক' বলিয়া বাঙলায় যে প্রবাদের প্রচলন রহিয়াছে, রাজনৈতিক রঙ্গমঞ্চে সাধারণ জনগন ঐ প্রবাদের সুষ্ঠু ব্যবহার অতীতেও করিয়াছে, বর্তমানেও করিতেছে এবং ভবিষ্যতেও করিবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।