আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার যখন কাজী...

মন ভাল নেই... পৃথিবীতে কত আজব ঘটনাই না ঘটে থাকে। অবশ্য তথ্য-প্রযুক্তির এ যুগে আজবের সংজ্ঞা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তারপরও ঘটছে নানা ঘটনা, যা আমাদের অবাক করে বৈকি। যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দা মিগুয়েল হ্যানসন ও ডায়ানা ওয়েসলি ঘটিয়েছেন সর্বশেষ এই আজব ঘটনা। তারা দু’জন বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর চার্চে যাজকের কাছে না গিয়ে বসে পড়েন কম্পিউটারের সামনে।

বিয়ে পড়িয়েছে সেই কম্পিউটার। যাজকের ভূমিকায় এ জুটিকে বিয়ের নির্দেশনা দেয় কম্পিউটারটি। ৩০ জন অতিথির সামনে তারা বলেন ‘আই ডু’। আসল ঘটনা হল বর মিগুয়েল হ্যানসন একজন ওয়েব ডেভেলপার এবং আইটি কনসালটেম্লট। সমপ্রতি তিনি বিয়ে পড়াতে যে আচার পালন করতে হয় সেগুলো মিলিয়ে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন।

আর কম্পিউটারে সে প্রোগ্রামটি চালু করে নিজেই প্রথম বিয়েটা সেরে নিলেন। হ্যানসনের তৈরি করা এ প্রোগ্রামটির নাম রিভ ডট বিট। বিয়ের সময় হ্যানসনের বাবা-মাসহ ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। এ রকম বিয়েতে সরকারি কোনো বাধা না থাকলেও এ দম্পতিকে নাম রেজিস্ট্রির বিষয়টি কিন্তু অবশ্যই পালন করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.