আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সাইকেল রাইড, হাজির ছিল প্রায় ১০০০ সাইক্লিস্টস!

সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! পাখির যেমন দুই পাশে আছে দুইটা ডানা, সাইক্লিস্টদের তেমনি সামনে পিছনে দুই চাকা।সেই দুই চাকায় ভর করে পাখির মতোই আকাশে উড়ার স্বাধীনতা যখন একসাথে প্রায় ১০০০ মানুষ পায়,সেই আনন্দের সাথে আর কিসের তুলনা চলে?ঢাকার রাস্তায় আজকে এযাবতকালের সব থেকে বড় সাইকেল রাইডে বিডিসাইক্লিস্টস এর মেম্বাররা বুকের মধ্যে লালসবুজ পতাকা নিয়ে হাজির হয়েছিল স্বাধীনতা দিবস রাইডে।এবারই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রায় ১০০০সাইক্লিস্টস একসাথে মিলে কোন রাইডে জয়েন করেছে।স্বাধীনতা দিবসে সাইকেলে চেপে স্বাধীনতার স্বাদ পাবার মতো অভিনব এবং চমকপ্রদ আর কিছু কি হতে পারে?মনে হয় না। ফটো ক্রেডিটঃ মোজাম্মেল হক এবং বিডি সাইক্লিস্টস ফেসবুক গ্রুপ। বিডি সাইক্লিস্টস ফেসবুক গ্রুপ জয়েন করুন সামনে যে কোন রাইডের আপডেট জানতে। সাইকেল নিয়ে আপনার মনের সব সব করুন এখানে। সাইকেল নিয়ে আরো এবং আরো পোস্টঃ সাইকেলের গল্প..... (সাবেক ও বর্তমান সাইকেল পাগলদের জন্য ) বাইসাইকেল রিভিউ পর্ব ১ >> merida warrior 550/560

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.